E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে ভারী বর্ষণ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ৪১ বিজিবি

২০২৪ আগস্ট ২৩ ১৩:২৩:৫০
কাপ্তাইয়ে ভারী বর্ষণ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ৪১ বিজিবি

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে কুকিমারা গ্রামে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ওয়াগ্গা ছড়া জোন বর্ডার গার্ড বাংলাদেশ (৪১ বিজিবি)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি) এর উদ্যোগে কুকিমারা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ভূঁইয়া।

এসময়ে তিনি বলেন, বর্তমান বৈরী আবহাওয়ার কারণে পাহাড় ধ্বসের আশঙ্কা রয়েছে আপনারা নিরাপদ স্থানে থাকবেন, প্রয়োজনে সরকার ঘোষিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন, আর আশে পাশে পাহাড় ধ্বসের ঘটনা ঘটলে তাৎক্ষণিক আমাদেরকে অবগত করবেন, আমরা বিজিবি পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। আপনাদের সেবা তথা জনগণের করাই আমাদের কাজ। আরও বলেন, ত্রাণ সামগ্রী হিসেবে ছিল, চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, লবণ ও অন্যান্য মসলাদি।

এসময় আরও উপস্থিত ছিলেন, ওয়াগ্গা ছড়া জোনের টু আই সি মেজর লতিফুল বারী, কুকিমারা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নজরুল ইসলাম, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশারফ হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ফুলাচিং মারমা, এ সময় বিজিবি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

(আরএম/এএস/আগস্ট ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test