E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ধামরাইয়ে আরিফুল ইসলাম সাদসহ হাজারো শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২০২৪ আগস্ট ২২ ২০:৫১:২৮
ধামরাইয়ে আরিফুল ইসলাম সাদসহ হাজারো শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দীপক চন্দ্র পাল, ধামরাই : বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুথানে নিহত মেধাবী ছাত্র ”বীর শহীদ আরিফুল ইসলাম সাদ সহ রক্তঝরা হাজারো শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ধামরাইয়ে।

বৃহস্পতিবার সকাল এগারটায় উপজেলা মুক্ত মঞ্চে ধামরাইয়ে ৫ আগষ্ট পুলিশের গুলিতে শহীদ আরিফুল ইসলাম সাদ এর স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ধামরাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ও বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিছিল নিয়ে এসে এই আলোচনা সভা ও স্মরন সভায় অংশগ্রহন করেন। বহু মানুষের উপস্থিতিতে এ অনুষ্ঠানটি জন সমাবেশের রূপ লাভ করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীদের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করে বক্তব্য রাখেন পুলিশের গুলিতে নিহত শহীদ আরিফুল ইসলাম সাদ এর পিতা মোঃ শফিকুল ইসলাম, ধামরাইয়ের ইউএনও খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ধামরাইয়ের বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী আলহাজ্ব তমিজ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আদনান আহম্মেদ হাসান, মালিহা খান অবন্তি, উজ্জ্বল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা বলেন এখনো আমরা বিচার পাইনি।সকল হত্যাকারীদের বিচার করতে হবে।

ধামরাইয়ের শহীদ সাদ এর পিতা মোঃ শফিকুল ইসলাম তার বক্তব্যে ছেলের কথা স্মরণ কালে কান্নায় ভেঙ্গে পড়েন । এসময় উপস্থিত হাজারো মানুষের চোখে জল গড়িয়ে পড়ে।

শহীদ সাদ এর পিতা মোঃ শফিকুল ইসলাম জানান গত ৫ আগষ্ট দুপুরে ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মোড়ে গুলি বিদ্ধ হয় তার ছেলে সাদ। ৮ আগষ্ট সাড়ে সাতটায় মারা যায়। মেধাবী ছাত্র সাদ সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ২য় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

আলোচনা সভা শেষে ধামরাইয়ের বীর শহীদ আরিফুল ইসলাম সাদ সহ রক্তঝরা হাজারো শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

(ডিসিপি/এএস/আগস্ট ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test