E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশা পৌরসভায় নতুন প্রশাসক তারিফ উল হাসান

‘দুর্নীতির অভিযোগ উঠলে ব্যবস্থা’ 

২০২৪ আগস্ট ২১ ১৮:৩০:৪০
‘দুর্নীতির অভিযোগ উঠলে ব্যবস্থা’ 

একে আজাদ, রাজবাড়ি : সরকারি আদেশে আজ বুধবার রাজবাড়ির পাংশায় নতুন পৌর প্রশাসক হিসেবে দায়িত্বভার নিয়েছেন মো: তারিফ উল হাসান। তিনি রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দেশের বেশিরভাগ সিটি ও পৌর মেয়র-কাউন্সিলররা এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান-সদস্যরা পলাতক ছিলেন। এতে এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম বিঘ্নিত হচ্ছিল, তাতে ভোগান্তিতে পড়েন সেবা প্রার্থীরা। এই প্রেক্ষাপটে আইনগুলো সংশোধনের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। স্থানীয় সরকার প্রতিষ্ঠান অধিক্ষেত্রে জনগণের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতকরণ, প্ৰশাসনিক কার্যক্রম চালু রাখা ও জরুরি কারণে শুক্রবার অধ্যাদেশগুলোর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈষম্য বিরোধী আন্দোলন করে স্বৈরাচারী সরকার বিদায় হওয়ার পর গত ১৯ আগস্ট সারা দেশে স্থানীয় সরকার বিভাগের মেয়র পদ অপসারণ করেন।

বুধবার (২১ আগষ্ট) বেলা ১২টায় পৌর প্রশাসক মো: তারিফ উল হাসান এবং পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী পাংশা পৌরসভা কার্যালয়ে যান।

এসময় পৌর কর্মকর্তা-কর্মচারিগন নবাগত প্রশাসক ও ইউএনওকে ফুলের শুভেচ্ছা জানান। পরে পৌর কর্মকর্তা,কর্মচারি ও সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে পৌর নাগরীক সমস্যাগুলো সম্পর্কে জানতে চান। এসময় সংবাদকর্মীগন পৌরসভার নানা সমস্যাগুলো তুলে ধরেন। সমস্যা গুলো জেনে সকলের সহযোগিতা পর্যায়ক্রমে নাগরীক সমস্যাগুলো সমাধানের চেষ্টার কথা জানান নব নিযুক্ত পৌর প্রশাসক।

তিনি বলেন, মানুষের সেবায় হবে আমাদের একমাত্র লক্ষ্য, পাংশা পৌরবাসি সেবা গ্রহণ করতে এসে কেউ যেন হয়রানি শিকার না হয়। আপনাদের কে হুশিয়ারী করে বলতে চায় এখানে কোন দুর্নীতির সুযোগ নেই। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে সাথে সাথে আইনি ব্যবস্থা নেব। জনগণের চাহিদা থাকে সহজে রাস্তাঘাট, ড্রেন পরিষ্কার, রোড লাইট সহ জন্ম মৃত্যু সনদ প্রাপ্তি। একইসাথে পৌর কর্মচারীদের বকেয়া বেতনভাতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত, পৌর প্রশাসক ৩৩ তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

(একে/এসপি/আগস্ট ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test