E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

টঙ্গীর বেক্সিমকোতে শ্রমিকদের বিক্ষোভ

২০২৪ আগস্ট ২১ ১৭:৫৭:৪৩
টঙ্গীর বেক্সিমকোতে শ্রমিকদের বিক্ষোভ

মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : গাজীপুরের টঙ্গী চেরাগআলী স্কুইব রোডে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লিঃ কারখানার অস্থায়ী শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন।

চাকরির বয়স পাঁচ বছর পূর্ণ হলে স্থায়ীকরণ, কন্ট্রাক্টরের অধীনে নয়, কোম্পানীর আইনে থাকতে চাই, দাবির জন্য কাউকে চাকুরিচ্যুত করা যাবে না, কারখানায় পরিবেশিত খাবারে বৈষম্য বন্ধ করার এমনসব দাবিতে বুধবার সকাল থেকে ক্ষুব্ধ শ্রমিকরা মিছিল এবং চেরাগআলী-স্কুইব রোড অবস্থান করে বিক্ষোভ প্রদর্শণ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ কারখানার কর্তৃপক্ষ অস্থায়ী শ্রমিকদের (ডিএল) প্রতি দীর্ঘদিন যাবত বিমাতাসুলভ আচরণ করে আসছেন। কারখানায় শ্রমিক কর্মকর্তাদের মধ্যে পছন্দানুযায়ী নিন্মমান, মধ্যমমান ও উচ্চমানের খাবার পরিবেশন করে। আমাদের অস্থায়ী শ্রমিকদের দিয়ে বেশি পরিশ্রম করানো হলেও আমাদের নিন্ম মানের খাবার দেওয়া হয়। এছাড়া আমাদের পারিশ্রমিকেও আছে চরম বৈষম্য। একজন শ্রমিক ১৫বছর যাবত কাজ করলেও তাকে স্থায়ী করা হয় না। এমনকি কথায় কথায় চাকুরিচ্যুত করা হয়। চাকরি থেকে অব্যাহতি দিলে আমাদেরকে সার্ভিস বেনিফিটসহ কোনো কিছুই দেওয়া হয় না। তাই আমরা আজ রাস্তায় নেমে এসেছি। আমাদের শ্রমের মূল্য দিতে হবে। আমরা একটি স্থায়ী সুনির্দিষ্ট নীতিমালা চাই।

এ ব্যাপারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ কারখানার প্রশাসনিক কর্মকর্তা (হিউম্যান রিসোর্স) আব্দুর রহিম বলেন, শ্রমিকরা ৬ দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন করছে। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। পরে সিদ্ধান্ত জানানো হবে।

(জেজে/এসপি/আগস্ট ২১, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test