E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সাভারে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আহত ৩

২০২৪ আগস্ট ২০ ১৯:০২:১১
সাভারে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আহত ৩

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মজিবুর (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও তিনজনকে গণধোলাই দিয়ে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সাভার পৌর এলাকার রাজালাক ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মজিবুর মানিকগঞ্জের উথুলি থানার ধূসর গ্রামের বাসিন্দা। তিনি সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় বসবাস করতেন।

থানায় সোপর্দ করা তিনজন হলেন- সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার খোকনের বাড়ির ভাড়াটিয়া জয়নাল আবেদীন (১৫), শিপন (১৫) ও পৌর এলাকার বাবুর ছেলে সোহান (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের রাজালাক ফার্মের সামনে চোর ও ডাকাত সন্দেহে চারজনকে আটক করে গণধোলাই দিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি তিনজনকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সায়মুল হুদা বলেন, আজ ভোরে গণপিটুনিতে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে থানা পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আতিক লেন, গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। আরও তিনজন থানায় রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ওএস/এসপি/আগস্ট ২০, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test