E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপাসিয়ায় দুই ধর্ষকের বিচারের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল 

২০২৪ আগস্ট ১৮ ২৩:৫৬:০৩
কাপাসিয়ায় দুই ধর্ষকের বিচারের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল 

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় দুই ধর্ষকের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে কাপাসিয়ার ঐক্যবদ্ধ নারী সমাজ। 

নারী ও শিশু নির্যাতন আাইনে মামলায় অভিযুক্ত দুজন হলো, জামাল উদ্দিন আহমেদ, তিনি উপজেলার সাবেক বিএনপির সভাপতি ও তরগাঁও গ্রামের মৃত সফিউদ্দিন আহমেদ ওরফে সাবু চেয়ারম্যানের ছেলে। সাখাওয়াত হোসেন, কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলার রাউৎকোনা গ্রামের মৃত সাহেব আলী মুক্তারের ছেলে।

আজ রবিবার বিকেলে কাপাসিয়ার সাফাইশ্রী থেকে শুরু হয়ে ঝাড়ু মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাজীপুর জেলার সভাপতি জান্নাতুল ফেরদৌসের নেতৃত্ব ২০/২৫ জন নারী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, অভিযুক্ত জামাল উদ্দিনকে গত শনিবার দুপুরে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে উপজেলার তরগাও এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, ২০২২ সালের ৩১ আগস্ট এক ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে গাজীপুরের নারী ও
শিশু নির্যাতন আদালতে একটি মামলা করেন। ওই মামলায় কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেনকে সন্তানের বাবা দাবি করে তার বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগে আনেন।

(এসকেডি/এসপি/আগস্ট ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test