E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে দলীয় কর্মকান্ডে তৎপর বিএনপি নেতারা

২০২৪ আগস্ট ১৮ ১৮:০৯:২৪
ফুলপুরে দলীয় কর্মকান্ডে তৎপর বিএনপি নেতারা

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে দলীয় নেতাকর্মীদের সক্রিয় করে দল গুছাতে ব্যস্ত হয়ে পড়েছেন বিএনপি নেতারা। কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন কর্মসূচি পালনসহ কোটা বৈষম্য ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন তারা। 

মানুষজনকে দলের প্রতি উজ্জীবিত করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে নিয়মিত পরামর্শ এবং চা বৈঠক করছেন উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গসংগঠন। তবে স্থানীয়ভাবে দলীয় নেতাদের গ্রুপিং থাকার কারণে পৃথকভাবে কর্মসূচিগুলো পালন করছেন নেতাকর্মীরা।

ইতোমধ্যে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আবুল বাশার আকন্দ, ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুবেল-রিপন ও জেলা যুবদল সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুনের একত্রিত নেতৃত্বে দলীয় কর্মসূচিগুলো পৃথকভাবে পালিত হয়েছে।

তবে অতি শীগ্রই স্থানীয় নেতারা সকল ভেদাভেদ ও মান-অভিমান ভুলে সুসংগঠিত হয়ে উপজেলা বিএনপিসহ কেন্দ্রীয় বিএনপির হাতকে আরো শক্তিশালী করবে বলে তৃণমূল কর্মী- সমর্থকদের প্রত্যাশা।

(এসআই/এসপি/আগস্ট ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test