E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মোংলায় সম্প্রীতি রক্ষায় বিএনপির সমাবেশ

২০২৪ আগস্ট ১৬ ১৯:১১:২৫
মোংলায় সম্প্রীতি রক্ষায় বিএনপির সমাবেশ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোংলায় সস্প্রীতি রক্ষায় সমাবেশ করেছে বিএনপি। আজ শুক্রবার সকালে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ গ্রামে এই সস্প্রীতি সমাবেশে বিপুল সংখক হিন্দু, খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেন। 

সস্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, গণআন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাবার পর স্বৈরাচারের দোসরা দেশে অরজাগতা সৃষ্টির চেষ্টা করছে। তারা সফল হতে পারবেনা, ছাত্র-জনতা সবাই মিলে আমরা তাদের প্রতিহত করতে হবে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। ধর্ম যার যার দেশটা সবার। ধর্মীয় সস্প্রীতি উপর কেউ আঘাত করার অপচেষ্টা চালালে পুলিশকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করবে। ধর্মীয় সস্প্রীতির মাধ্যমে নতুন করে দেশটাকে গড়ে তুলতে হবে।

(এস/এসপি/আগস্ট ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test