E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীতে গহন থিয়েটারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

২০২৪ আগস্ট ১৬ ১৯:০৬:২১
রাজবাড়ীতে গহন থিয়েটারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে গহন থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দিন এর ৭৫তম জয়ন্তি ও বাংলাদেশের কোটা আন্দোলনে যে সমস্ত নিরীহ ছাত্রছাত্রীরা নিহত হয়েছেন তাদের স্মরণে আজ শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।

বৃক্ষরোপনের আগে শহীদ খুশি রেলওয়ে ময়দানে অবস্থিত জেলা শহীদমিনার পরিষ্কার করেন গহন থিয়েটারের সদস্যরা। এরপর কোটা আন্দোলনে যেসকল ছাত্র-ছাত্রী নিহত হয়েছে তাদের আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাজবাড়ীর বিভিন্ন স্থানে ২০০টি গাছ রোপন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর বাংলা থিয়েটারের সভাপতি ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের আঞ্চলিক সমন্বয়কারী আনিসুর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্রশিল চন্দন, মুক্ত আনন্দের প্রতিষ্ঠাতা অজয় দাস তালুকদার, আমরাকজনা থিয়েটারের সহ-সভাপতি সঞ্জয় ভৌমিক, অনুষ্ঠানটি পরিচালনা করেন গহন থিয়েটারে পরিচালক অনুপ কুমার ঘোষ।

এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য সিনান আহমেদ শুভ, শোভন, ছোয়াদ,স্বাধীন, রাফি, মাফিয়া, মারজিয়া, তাইবা, মিহি, মিম, সাবিহা, আনিকা, আনজিলা।

(এস/এসপি/আগস্ট ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test