E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ধামরাইয়ে মুক্তিযোদ্ধা আওলাদ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

২০২৪ আগস্ট ১৫ ১৮:২৩:৪৯
ধামরাইয়ে মুক্তিযোদ্ধা আওলাদ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই কালামপুরে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন বৃহস্পতিবার সকালে পরলোকগমন করেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, স্ত্রী আত্মীয়-স্বজন ও স্বতীর্থ মুক্তিযোদ্ধা, পাড়া প্রতিবেশী ও বহু শোখাকাংখী রেখে গেছেন।তিনি দীর্ঘ দিস ধরে হৃদরোগে ভোগছিলেন।

সকাল এগারটায় একদল পুলিশ প্রয়াত মুক্তিযোদ্ধা আওলাদ হোসেনের বাড়ি কালাম পুর এসে রাষ্টীয় মর্যাদা প্রদর্শন করেন। এ সময় ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খান সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

রাষ্টীয় মর্যাদা প্রদর্শন শেষে প্রয়াত মুক্তিযোদ্ধা আওলাদ হোসেনের কফিনে পূস্পস্তবক অর্পন করা হয়।
রাষ্টীয় মর্যাদা প্রদর্শন শেষে আওলাদ হোসেনের মরদেহ স্থানীয় সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে বলে জানান ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খান।

(ডিসিপি/এসপি/আগস্ট ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test