E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শেখ হাসিনার বিচারের দাবিতে রাজবাড়ী আইনজীবী ফোরামের অবস্থান কর্মসূচি

২০২৪ আগস্ট ১৫ ১৮:০৭:৪২
শেখ হাসিনার বিচারের দাবিতে রাজবাড়ী আইনজীবী ফোরামের অবস্থান কর্মসূচি

একে আজাদ, রাজবাড়ী : বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর গণহত্যা সংগঠিত করায় সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দবিতে রাজবাড়ীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজবাড়ী জেলা শাখা ও সমমনা আইনজীবীবৃন্দ।

আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের বার এসোসিয়েশন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট নেকবার হোসেন মনি, অ্যাডভোকেট এম এ গফুর, অ্যাডভোকেট কে এ বারী, অ্যাডভোকেট এবিএম সাত্তার, জেলা যুবদলের নেতা অ্যাডভোকেট অ্যাডভোকেট রাজিব সহ অনন্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, শেখ হাসিনার নির্দেশে তার দোসররা দেশের নিরীহ ছাত্র জনতাকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এখনো সারাদেশে অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে জীবন মরণের সাথে লড়াই করছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিচারের আশ্বাসে দেশবাসী আশ্বস্ত হয়েছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে আহত সকলের বিনা খরচে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টিকে দেশবাসী বিবাচক নিয়েছেন। এ সময় তারা অবিলম্বে হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।

(একে/এসপি/আগস্ট ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test