E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মিয়ার দাফন

২০২৪ আগস্ট ১৫ ১৪:০৯:৪৮
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মিয়ার দাফন

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল আটটার রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মিয়া (৮০) তাঁর নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়।

এসময় ছালাম গ্রহণ করে রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার রবিউল আলম। তিনি মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় ঢাকা জনস্বাস্থ্য হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার অসিয়ত মোতাবেক তার বড় ছেলে এটিএন নিউজ এর ষ্টাপ নাসির উদ্দিন আহমেদ জানাযা নামাযে ইমামতি করেন।

মৃত্যু কালে তিনি স্ত্রী সহ চার এটিএন নিউজের ষ্টাফ নাসির উদ্দিন আহমেদ আমান গ্রুপের এজিএস শামসুদ্দিন আহমেদ, বিটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিউদ্দিন আহমেদ বিপুল , এসিআই ফার্মাসিউটিক্যালস এর সিনিয়র এক্সিকিউটিভ সাইফুদ্দিন আহমেদ, জামাতা এটিএন বাংলার ডেপুটি জেলার ম্যানেজার সফিকুল ইসলাম সহ অনেকে গূন গ্রাহী রেখে যান।

এক শোক বার্তায় পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে আজাদ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে যেন জান্নাতবাসি করেন। জাতি একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো। তিনি যুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী সেক্টরের ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে চাকুরী শেষে অবসর গ্রহণ করে।

(একে/এএস/আগস্ট ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test