E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশ সুপার মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২৪ আগস্ট ১৪ ২২:২৭:১৯
সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশ সুপার মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি  পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ  সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন উপাসনালয়সহ তাদের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এসময় পুলিশ সুপার রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে রাঙ্গামাটি জেলা পুলিশ বদ্ধপরিকর মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।আরও বলেন,রাঙ্গামাটিতে অশুভ তৎপরতার সঙ্গে কেউ জড়িত থাকলে বা কেউ অশুভ তৎপরতার চেষ্ঠা করলে তার বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে। অশুভ তৎপরতা করে কেউ রেহাই পায়নি, পাবেও না।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) জনাব মোহম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মুঃ সাইফুল ইসলাম এবং সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরএম/এএস/আগস্ট ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test