E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ী পৌর পার্কিং ফি চাঁদাবাজি নয় ইজারার মাধ্যমে বৈধভাবে উত্তোলন করা হয়

২০২৪ আগস্ট ১৪ ২০:৪৩:১৫
রাজবাড়ী পৌর পার্কিং ফি চাঁদাবাজি নয় ইজারার মাধ্যমে বৈধভাবে উত্তোলন করা হয়

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ী পৌরসভার ইজারা মহাল ব্যাটারী চালিত অটোরিক্সার বন্ধ থাকা পৌর পার্কিং ফি চালু (আদায়) করার দাবি জানিয়েছেন ইজারাদার মোঃ টুটুল মিয়া। পৌর পার্কিং ফি চাঁদাবাজি নয় বৈধ ইজারার মাধ্যমে উত্তোলন করা হয়।

বুধবার বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের হলরুমে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন।

ইজারাদার মোঃ টুটুল মিয়া বলেন, বাংলা ১৪৩১ সনের রাজবাড়ী পৌরসভার অধীনে গত ১২ মার্চ প্রাতিযোগিতামূলক সর্বোচ্চ দরদাতা হিসাবে ব্যাটারী চালিত অটোরিক্সার ইজারা পান। ব্যাটারী চালিত অটোরিক্সার সর্বোচ্চ দর ৭২ লক্ষ ৪৯ হাজার টাকা এবং সরকারী আয়কর ও ভ্যাট বাবদ ২৫% সহ ৯০ লক্ষ ৬১ হাজার ২৫০ টাকা প্রদান করে এক বছরের জন্য ইজারা গ্রহণ করেন। রাজবাড়ী পৌরসভার মধ্যে চলাচলকৃত আদায় ফি হিসাবে প্রতিটি ব্যাটারী চালিত অটোরিক্সা হতে প্রতিদিন একবার ৩৫ টাকা করে আদায় করা হয়। কিন্তু গত ৫ আগস্ট এক অভবনীয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কারণে সমস্ত দেশ কার্যত অচল ও স্থবির হয়ে পড়ে। এর পর থেকে আদায়কারীগণকে অটো চালকগণ টাকা প্রদান করছে না। তারা বলছে এটা একটা অবৈধ চাঁদাবাজী।

ইতিমধ্যেই একাধিক আদায়কারীকে কিছু দুষ্কৃতিকারী ও অটোচালকগণ রশিদ বই কেড়ে নেওয়া, মারধর করা এবং টাকা কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটিয়েছে। গত কয়েকদিন আদায় বন্ধ থাকায় ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছি। এ অবস্থায় পূণরায় ইজারার টাকা আদায় চালু করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা ক্যাম্প, পৌর মেয়র, রাজবাড়ী প্রেসক্লাব, জেলা সমন্বয়কগণ, বৈষম্যবেরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। এসময় ইজারাদারের সহযোগি, আদায়কারী সহ বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।

(একে/এএস/আগস্ট ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test