E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহীদের পরিবারে কান্না থামছেই না

২০২৪ আগস্ট ১৪ ১৯:১৬:০৫
মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহীদের পরিবারে কান্না থামছেই না

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত তাওহীদ সন্ন্যামাতের (২১) পরিবারে কান্না যেন থামছেই না। পুরো পরিবারে এখনও চলছে শোকের মাতম। পরিবারের পক্ষ থেকে সরকারিভাবে শহীদ স্বীকৃতির দাবি জানিয়েছেন। 

বুধবার (১৪ আগস্ট) দুপুরে নিহত তাওহীদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুচিয়ারভাঙ্গা গ্রামে সংবাদ সম্মেলনে তার পরিবার থেকে শহীদ স্বীকৃতির দাবি তুলে ধরা হয়।

নিহত তাওহীদ মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাউদ্দিন সন্ন্যামাতের ছেলে। তাওহীদ রাজমিস্ত্রির কাজ করতেন।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের সাথে মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় যোগ দেয় তাওহীদ সন্ন্যামাত। এ সময় এলোপাতারি গুলিতে তাওহীদ মারা যান। পরদিন ২০ জুলাই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এছাড়াও তারা মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডের গোলচত্ত্বরটি শহীদ তাওহীদের নামে রাখার দাবী করেন।

নিহত তাওহীদের বাবা সালাউদ্দিন সন্ন্যামাত বলেন, সরকারিভাবে আর্থিক সহযোগিতা না পেলে কোনভাবেই বেঁচে থাকা সম্ভব নয়। ছোট সন্তান হলেও তার আয়ের টাকা দিয়ে পরিবারের খরচ যোগার করা হতো। তাছাড়া তাওহীদ তার বড়ভাইয়ের পড়ালেখার খরচ দিতেন। তাওহীদের এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিনা।

নিহত তাওহীদের মামা ইব্রাহীম খলিল বলেন, তাওহীদ ছাত্র আন্দোলনে গিয়ে গুলিতে মারা গেছে। তাওহীদের নামে এলাকায় একটি স্মরনীয় স্থাপনা নির্মাণের দাবি জানাচ্ছি। যাতে আগামী প্রজন্ম তাওহীদের কথা মনে রাখতে পারেন।

(এএসএ/এসপি/আগস্ট ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test