E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কালের সাক্ষী মহম্মদপুরের ৭ হিজল গাছ তলা

২০২৪ আগস্ট ১৪ ১৯:১১:৪৫
কালের সাক্ষী মহম্মদপুরের ৭ হিজল গাছ তলা

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা এলাকায় অবস্থিত ৭ হিজল গাছ তলা। পানিঘাটা-নলদী-মিঠাপুর পাকা সড়কের পাশে প্রাচীন আমলে ৭টি হিজল গাছ এক সময় জন্ম নেয়। সড়কের দু’পাশে বয়ে গেছে ইছামতির বিল। কালের বিবর্তনে ৬টি হিজল গাছ মারা গেছে।এখন তাদের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি হিজল গাছ।

সড়কের দু’পাশ দিয়ে সবুজে ভরা গাছ, পাখির কিচিরমিচির ডাক ও প্রকৃতির দৃষ্টিনন্দিত দৃশ্য চোখে পড়লে মন জুড়িয়ে যাবে। কৃষক ইছামতির বিলে ফসল চাষ করছে মাছ ধরছে। আবার কখনো পানিতে পাট ধোয়ার এসব দৃশ্য চোখে পড়ছে।

এ বিষয়ে পানিঘাটা গ্রামের কৃষক মোঃ আয়নাল শেখ বলেন, এক সময় নলদী-মিঠাপুর হাট করে ব্যবসায়ীরা বাড়িতে ফিরতেন এই সড়ক দিয়ে। এছাড়া মাঝে মাঝে ডাকাতি এবং দস্যুতা মতো ঘটনা ঘটতো-৭ হিজল তলার সামনে সড়কে। এ স্থানটি সকল মানুষের কাছে পরিচিত হয়ে রয়েছে। এখানে গাছের পাশে তৎকালীন আমলে কৃষকদের পানি খাওয়ার জন্য একটি ইন্দারা ছিলো বর্তমানে তার স্মৃতি নেই মাটির নিচেয় চাপা পড়ে গেছে।

(বিএস/এসপি/আগস্ট ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test