E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাপছড়ি দুর্গম মইন পাড়া পরিদর্শনে দুই ইউএনও

২০২৪ আগস্ট ১৪ ১৮:১৯:১১
সাপছড়ি দুর্গম মইন পাড়া পরিদর্শনে দুই ইউএনও

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি দুর্গম মইন পাড়া খ্রীষ্টিয়ান হাসপাতাল আওতায়ধীন সামাজিক সেবা প্রদান প্রকল্পের অধীন পরিচালিত সাপছড়ি দুর্গম মইন পাড়া কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমহিউদ্দিন ও বিলাইছড়ি নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় খ্রীষ্টিয়ান হাসপাতালে উদ্যোগে সাপছড়ি মইন পাড়ায় পরিদর্শন করেন। এসময়ে কাপ্তাই ও বিলাইছড়ি এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, হেডম্যান, সাংবাদিক এই সফরের সঙ্গী হন।

পরিদর্শনকালে এলাকায় প্রতিটি মানুষের সাথে কথা বলেন ইউএনও। এসময় এলাকাবাসী আনন্দে আপ্লুত হন এবং বিভিন্ন দাবি দাওয়া পেশ করেন।

পরে বিকেলে খ্রীষ্টিয়ান হাসপাতাল আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় খ্রীষ্টিয়ান হাসপাতাল প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা সঞ্চালনা হিল ফ্লাওয়ার মনিটরিং কর্মকর্তা মিলন চাকমা স্বাগত বক্তব্যে'র মাধ্যমে শুরু হয়।

দুর্গম মইন পাড়া রাস্তা এবং মইন পাড়া বৌদ্ধ বিহার ও মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ, নারী নির্যাতন প্রভৃতি বিষয়ে কাপ্তাই নির্বাহী কর্মকর্তা মোঃমহিউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে'র তিনি এসব কথা বলেন।

এসময়ে খ্রীষ্টিয়ান হাসপাতাল পরিচালক ড. প্রবীর খিয়াং ব্রেড ফর দ্যা ওয়ার্ড সম্পর্কে বক্তব্য প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, ইন্দ্রলাল তংঞ্চগ্যা (কারবারি), ধনমনি তংঞ্চগ্যা, বিন্দুলাল তঞ্চগ্যা, খ্রীষ্টিয়ান হাসপাতালের টিমসহ গণ্যমান্যব্যক্তিবর্গ।

(আরএম/এসপি/আগস্ট ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test