E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজনৈতিক গায়েবী মামলা থেকে ভুক্তভোগীদের অব্যাহতি দিতে এসপির কাছে বিএনপির দাবি পেশ

২০২৪ আগস্ট ১৩ ১৯:১৪:১২
রাজনৈতিক গায়েবী মামলা থেকে ভুক্তভোগীদের অব্যাহতি দিতে এসপির কাছে বিএনপির দাবি পেশ

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার ৫ থানায় ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক তদন্তাধীন ১২টি গায়েবী মামলার আসামিদের অব্যহিত দিতে পুলিশ সুপারের নিকট দাবি পেশ করেছে বিএনপি নেতারা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ (পিপিএম)'র নিকট লিখিতকারে মামলার বিবরণ উল্লেখ করে এ দাবি পেশ করেছেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ্যাডঃ নেকবর হোসেন মনি।

এ সময় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডঃ এমএ গফুর, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি এ্যাডঃ শহিদুল ইসলাম, জেলা বারের সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, আসজাদ হোসেন আজাদ প্রমূখ।

জানা গেছে, রাজবাড়ীতে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে রাজবাড়ী সদর থানায় ৮টি, গোয়ালন্দ, পাংশা, কালুখালী ও বালিয়াকান্দিতে ১টি করে ৫ থানায় মোট ১২টি রাজনৈতিক মামলা দায়ের হয়েছে।

রাজবাড়ী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ্যাডঃ নেকবর হোসেন মনি বলেন, হাসিনা সরকার বিভিন্ন সময় কোন ঘটনা ছারাই ছাত্র জনতার বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দিয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্দেশে ওই সমস্থ মামলার একটি তালিকা করে তারা পুলিশ সপারের নিকট জমা দিয়েছেন। দ্রুত তদন্তাধীন এসব মামলার নির্যাতিত, নিপেরিত ছাত্র-জনতার নাম কর্তন করে মামলাকে থেকে অব্যহতি দিতে পুলিশ সুপারকে অনুরোধ করেছেন।

রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ (পিপিএম) বলেন, কেউ মিথ্যা মামলায় হয়রানি হোক সেটা পুলিশ চায় না। তদন্ত সাপেক্ষ নির্দোষ ব্যাক্তিরা অবশ্যই মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পাবে।

(একে/এসপি/আগস্ট ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test