E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম শুরু

২০২৪ আগস্ট ১৩ ০০:৪০:৪০
কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম শুরু

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় অবস্থিত সদর পুলিশ ফাঁড়িতে সদর মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ আগস্ট) বেলা ১১টায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী থানার পুলিশ সদস্যদের নিয়ে নিজ নিজ দায়িত্ব বুঝে নেন।

এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন পুলিশি কার্যক্রমের উদ্বোধন করেন।

এসপি আলমগীর হোসেন বলেন, এই বিল্ডিং কুষ্টিয়া সদর পুলিশ ফাঁড়ির জন্য তৈরি করা হয়েছে। ভাঙচুর অগ্নিসংযোগের কারণে সদর মডেল থানায় কার্যক্রম চালানোর উপযোগী নেই। থানায় সংস্কার চলছে, ততক্ষণ অস্থায়ী ভিত্তিতে মডেল থানার কার্যক্রম এখান থেকেই চলবে।

পুলিশ সুপার বলেন, মানুষ সাহায্য করছে। মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার চলছে, কিছু উদ্ধার হয়েছে। বাকিগুলো উদ্ধারের কাজ চলমান আছে। পুলিশ স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে। এতে জনগণের সহযোগিতা চান তিনি।

এসময় সেখানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদারসহ বিএনপির দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করেন। দুইদিন আগে থেকেই কুষ্টিয়ার উপজেলা পর্যায়ের ছয় থানায় কার্যক্রম শুরু করে পুলিশ।

(এমএজে/এএস/আগস্ট ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test