E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে পানিতে নিখোঁজ কলেজছাত্র ফাহাদের লাশ উদ্ধার

২০২৪ আগস্ট ১২ ১৯:২৬:৪০
ফরিদপুরে পানিতে নিখোঁজ কলেজছাত্র ফাহাদের লাশ উদ্ধার

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর শহরের মদনখালীর স্লুইসগেট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সালেহ আহমেদ ওরফে ফাহাদ (২০) নামের নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুর আড়াই টার দিকে ওই কলেজ ছাত্রের লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে জানায় এলাকাবাসী। পরে ওইখান থেকে ফাহাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এর আগে রবিবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে কলেজছাত্র ফাহাদ নিখোঁজ হন।

ফাহাদ ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার মো. হোসেন আহমেদের ছেলে বলে জানা গেছে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, নিখোঁজের পর থেকেই কলেজছাত্র ফাহাদকে উদ্ধারে কাজ করে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। গতকাল থেকে অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। আজ (সোমবার) তার দুপুরে তার সন্ধান পায় এলাকাবাসী।

এর আগে গত ৩ জুলাই ফারদিন শেখ (১৮) নামে এক কলেজছাত্র ওই একই স্লুইস গেট এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।

পরে দুদিন পর ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। ফারদিন একই শহরের কমলাপুর বালির মাঠ এলাকার সিরাজ শেখের ছেলে ছিলেন। তিনি সরকারি ইয়াছিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই ঘটনার পর স্লুইস গেট এলাকায় পানিতে না নামতে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

কিন্তু ওই ঘটনার একমাস পেরোনোর পর ফের গোসল করতে নেমে নিখোঁজ হলেন সালেহ আহমেদ নামে আরেক কলেজছাত্র। স্থানীয়দের ওই এলাকায় গোসলে না নামার পরামর্শ দিয়েছেন ফরিদপুরের সচেতন সমাজ।

(আরআর/এসপি/আগস্ট ১২, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test