E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে পুলিশের কার্যক্রম শুরু 

২০২৪ আগস্ট ১২ ১৯:০৭:৩০
নড়াইলে পুলিশের কার্যক্রম শুরু 

নড়াইল প্রতিনিধি : টানা ৬ দিন কর্মবিরতি শেষে নড়াইলের সকল থানায় পুলিশের কার্যক্রম চালু হলো। আজ সোমবার সকাল থেকে জেলার সড়কে ট্রাফিক পুলিশ, কোর্টে পুলিশ এবং থানায় পুলিশের কর্মকর্তাসহ কনস্টেবলদের সরব উপস্থিতি ও কর্মচঞ্চল্য দেখা গেছে। 

এদিন বেলা ১১টায় পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা সহ একটি মোটর শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে শেষ হয়। সেখানে পুলিশ সুপার (এসপি) মোহা.মেহেদী হাসান পুলিশের দাবী দাওয়া ও সীমাবদ্ধতা বিষয়ে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আনোয়ার হোসেন, তারেক আল মেহেদী (ক্রাইম এন্ড অপস্) সদর থানার ওসি মো.সাইফুল ইসলামসহ সকলে উপস্থিত ছিলেন। এরপর সকলে যার যার কর্মক্ষেত্রে ফিরে যান।

সড়কে ট্রাফিক ফিরলেও ছাত্ররা তাদের ডিউটি পালন করছে। থানায় যথারীতি সেনাসদস্যদের টহল রয়েছে।

পুলিশ সদস্যরা বলছেন, তাদের ১১ দফা দাবির ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, তাই তারা কাজে ফিরেছে।

এ সময় নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহা. মেহেদী হাসান গণমাধ্যমকে সকল কাজের জন্য ধন্যবাদ জানান এবং পুলিশ কাজে ফিরেছে বলে দাবি করেন।

(আরএম/এসপি/আগস্ট ১২, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test