E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে ৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ মিছিল সমাবেশ 

২০২৪ আগস্ট ১২ ১৮:৫০:০০
নড়াইলে ৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ মিছিল সমাবেশ 

রূপক মুখার্জি, নড়াইল : দেশব্যাপী সনাতন ধর্মালম্বীদের মন্দিরে হামলা, মূর্তি ভাঙচুর, বাড়ীঘরে অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ধর্ষণ ও হত্যাসহ সকল সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নড়াইলে ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সকালে ‘নড়াইল জেলা সনাতনী শিক্ষার্থী ও জাগ্রত সনাতন সমাজ’ এর আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে আস্তে আস্তে ঝড় হতে থাকেন বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ।

আমার বাড়ি হামলা কেনো ? মন্দিরে হামলা কেনো ? সংখ্যালঘুদের পর অত্যাচার কেনো ? আমার বাড়ি লুট কেনো ? জবাব চাই? জবাব চাই? স্বাধীন দেশের স্বাধীন চাই এ রকম বিভিন্ন স্লোগান দিতে দিতে ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্ন, জেলা সনাতনী শিক্ষার্থী ও জাগ্রত সনাতন সমাজ এর সমন্বয়ক রাজিব বিশ্বাস, অমিয় চক্রবর্তীসহ প্রমূখ।

পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কাছে ৮ দফা দাবির একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা উদযাপনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/আগস্ট ১২, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test