E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিপদের বন্ধু হয়ে জনগণের পাশে থাকবে ফরিদপুর জেলা পুলিশ

২০২৪ আগস্ট ১২ ১৮:৩১:০৮
বিপদের বন্ধু হয়ে জনগণের পাশে থাকবে ফরিদপুর জেলা পুলিশ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিয়েছে ফরিদপুর জেলা পুলিশের সদস্যবৃন্দ। আজ সোমবার বিকেল ৩টায় ফরিদপুর পুলিশ লাইন থেকে একটা শোভাযাত্রার মধ্যে দিয়ে ফরিদপুর শহর প্রদক্ষিণের মাধ্যমে ‌তারা কাজে যোগদান করেন।

এসময় ফরিদপুরের জেলা পুলিশের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বেলা পৌনে একটাই ‌ ফরিদপুরে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জেলা পুলিশের এক জরুরী প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. মোর্শেদ আলম পিপিএম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান টিআই তুহিন লস্কর ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, শত বর্ষের ঐতিহ্যবাহী একটি সংগঠনকে কলুষিত ও তাদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল পুলিশের উপর হামলা এবং বিভিন্ন থানায় আক্রমণ করেছে। এতে অনেক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছে। পুলিশ সবসময় যেমন জনগণের পাশে ছিলো ভবিষ্যতেও তারা পাশে থাকবে।

একই সাথে বৈষম্যবিরোধী আন্দোলনের যে সমস্ত শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করে শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের ধন্যবাদ জানান পুলিশ সুপার। তাছাড়া ওই সময় যে সকল ব্যক্তি, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ জনগণ পুলিশের পাশে থেকেছেন তাদেরকে ধন্যবাদ জানানো হয়।

যোগদানের পর পুলিশ সুপারের নেতৃত্বে ফরিদপুর জেলা পুলিশ আয়োজনে একটি শোভাযাত্রা ফরিদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে, এবং কিছু কিছু এলাকা সংক্ষিপ্ত পথসভা করে। পথাসভা গুলোতে পুলিশের আনুষ্ঠানিক যোগদানের ঘোষণাসহ বন্ধু হয়ে ফরিদপুরের জনগণের পাশে থাকার আশ্বাস দেন ফরিদপুরের পুলিশ সুপার। এছাড়া ফরিদপুরে কোন অপরাধ সংঘটিত হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে ফরিদপুরের হবে বলেও অপরাধীদের সতর্ক করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। জনগণের যে কোন বিপদে আপদে পুলিশ সবসময় সবার পাশে থাকবে বলেও জানান তিনি।

জেলা পুলিশের ওই শোভাযাত্রায় ফরিদপুরের জেলা পুলিশের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/আগস্ট ১২, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test