E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চা শ্রমিকদের কেউ হামলার শিকার হয়নি, জানালেন বাগান পঞ্চায়েত

২০২৪ আগস্ট ১২ ১৩:২৭:০৬
চা শ্রমিকদের কেউ হামলার শিকার হয়নি, জানালেন বাগান পঞ্চায়েত

স্টাফ রিপোর্টার : নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইন-শৃঙ্খলাসহ দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিরলস কাজ করছে। তার জন্য প্রয়োজন সবার ঐক্যবদ্ধ সহযোগিতা।

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা সৈয়দ মো. শাহজাহান রবিবার (১১ আগস্ট) দিবাগত রাতে সুরমা চা বাগানে শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে জনগণের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছিল তার সমাপ্তি ঘটে পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। তবে তাদের অনুসারীরা সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও সম্পদ লুটপাটের পাঁয়তারা করছে। এজন্য সবাই সতর্ক থাকুন।

বক্তব্যে ‘আবারও যদি কেউ এমন অপরাধের চেষ্টা করে তাহলে কঠোর হস্তে দমন করা হবে’ কথাটি যোগ করেন বিএনপি সমর্থিত এ জনপ্রতিনিধি।

মতবিনিময় সভায় সুরমা চা বাগানের পঞ্চায়েত নেতারা তাদের বক্তব্যে বলেন, বাগানের কোনো চা শ্রমিক বা সনাতন ধর্মাবলম্বী কেউ হয়রানির শিকার হয়নি। উপজেলা পরিষদ চেয়ারম্যানের নজরদারীতে আমরা নিরাপদে আছি; ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অক্ষত আছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলায় শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, বিএনপির সভাপতি মো. আলফাজ মিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

(ওএস/এএস/আগস্ট ১২, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test