E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে রাস্তা পরিস্কারের কাজ করছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা

২০২৪ আগস্ট ১১ ১৯:২৩:৪১
মাদারীপুরে রাস্তা পরিস্কারের কাজ করছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শহরের বিভিন্ন এলাকার সড়কগুলো পরিষ্কারের কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা। 

রবিবার (১১ আগস্ট) দিনব্যাপী শহরের ডিসি ব্রীজ এলাকার ২ নং শকুনি এলাকা, লেকপাড়সহ বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতার কাজ করেন সাধারণ শিক্ষার্থীরা। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কাজে মাদারীপুরের বিভিন্ন কলেজ, স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন।

সড়ক পরিস্কার করতে আসা জাহিদ, সুমন, ফাহিমসহ একাধিক শিক্ষার্থী জানান, শহরের বিভিন্ন জায়গায় অনেক ময়লা-আবর্জনা জমা হয়ে আছে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে মাদারীপুর শহর পরিষ্কারের কাজ করছি। আমরা কয়েকদিন ধরেই কয়েকটি গ্রুপে ভাগ হয়ে এই কাজ করছি।

(এএসএ/এসপি/আগস্ট ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test