E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে রোদ-বৃষ্টি উপেক্ষা করে চলছে শিক্ষার্থীদের ট্রাফিক কার্যক্রম

২০২৪ আগস্ট ১১ ১৯:১১:২৬
ফরিদপুরে রোদ-বৃষ্টি উপেক্ষা করে চলছে শিক্ষার্থীদের ট্রাফিক কার্যক্রম

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : রোদ বৃষ্টি উপেক্ষা করে চলছে ট্রাফিক কার্যক্রম। সাধারণ মানুষ যেন কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবং শহরে যাতে যানজট সৃষ্টি না হয় সেটাই আমাদের লক্ষ্য।

কথাগুলি বললেন সাইম নামক এক শিক্ষার্থী। আজ সকালে মুজিব সড়কে ‌ ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। তার মতো অনেক শিক্ষার্থী এই দায়িত্বটি যথাযথভাবে পালন করছে। তাদের সাথে রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ।

তবে, এদিন খালি মাথায় দায়িত্ব পালন করতে দেখা যায় তাকে। শিক্ষার্থীরা জানান, এ ধরনের কাজটা ‌ তারা চ্যালেঞ্জে হিসেবে নিয়েছেন এবং কাজটা উপভোগ করছেন।

শিক্ষার্থীরা জানান, তারা প্রথম দিন থেকেই পথচারীদের এবং সর্বস্তরের জনগণের রাস্তায় চলাচলের জন্য কাজ করে আসছেন। তারা বলেন, এখন ট্রাফিক পুলিশ নেই তাই বলে তো আর সাধারণ মানুষের চলাফেরা বন্ধ হতে পারেনা। আর তাই তারা এই গুরুত্বপূর্ণ কাজটি ‌করে যাচ্ছেন।

এদিকে সাধারণ জনগণ ও তাদের এই কাজে উৎসাহ জোগাচ্ছেন। কেউ তাদের জন্য সকালের খাবার। পানি এসবের ব্যবস্থা করছেন। অন্যরা ব্যবস্থা করছেন দুপুরের খাবারের। প্রথম দুইদিন বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন তাদের খাবার দিলেও বর্তমানে গত ২-৩ দিন সাধারণ জনগন তাদের মধ্য খাদ্য সামগ্রী দিচ্ছেন।

(আরআর/এসপি/আগস্ট ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test