E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মানববন্ধন

২০২৪ আগস্ট ১১ ১৮:৪৪:২৭
সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে মাদারীপুর শহরের লেকপাড়ে এই কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের লেকপাড়ে জড়ো হন। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় জেলা ও উপজেলার সনাতনধর্মীদের কয়েকশ’ মানুষ। জেলা পুজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খিষ্টান ঐক্য পরিষদ, সনাতন সম্প্রতি সংঘ, হিন্দুজোটসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও মানববন্ধন বক্তব্য রাখেন।

এ সময় তারা অভিযোগ করেন, সম্প্রতি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়া মন্দিরের মূর্তি ভাংচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে করে নিরাপত্তাহীনতায় আছেন সনাতনধর্মীরা। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার দাবি জানান বক্তারা।

মাদারীপুর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল বলেন, স্বাধীন দেশে বসবাস করে প্রায়ই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটছে। অথচ, জন্মগতভাবে এসব সংখ্যালঘু সবাই বাঙ্গালী। কিন্তু স্বাধীনভাবে সবাই চলাচল করতে ও বসবাস করতে চাওয়া হলেও এখন নিরাপত্তাহীনতায় আছেন। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

(এএসএ/এসপি/আগস্ট ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test