E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

২০২৪ আগস্ট ১১ ১৪:৫৩:০২
কাপ্তাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে উপজেলার বড়ইছড়ি ও নতুনবাজার এলাকার অসহায় ও অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী, কৃষি উপকরণ  এবং ইউনিয়ন পরিষদ ২ জন মহিলাদের স্বাবলম্বী করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ আগস্ট) সাড়ে ১২ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন তাঁর দপ্তরে এই সেলাই মেশিন তুলে দেন।

বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন বলেন, বর্তমান সরকার অসহায়, দারিদ্র ও দুঃস্থদের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, নারীরা সমাজ তথা দেশের বোঝা নয় বরং তারা সমাজ ও দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি কাজ করে যাচ্ছে। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজকের দিন পর্যন্ত নারীরা সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

(আরএম/এএস/আগস্ট ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test