E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মৌলভীবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যান নিহত

২০২৪ আগস্ট ০৯ ২০:১৫:০৪
মৌলভীবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যান নিহত


মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে সিরাজুল ইসলাম ছানা নামে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ২৫ জন।

শুক্রবার (৯ আগষ্ট) দুপুর ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় একটি সূত্র। নিহত সিরাজুল ইসলাম ছানা উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

জানা যায় , উপজেলার রক্তা গ্রামের পিন্টু সুলতান ও কেওলা গ্রামের দেওয়ান মিয়ার মধ্যে রাজনগর-বালাগঞ্জ সড়কের মধুর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষ শুরু হয়।

শুক্রবার সকাল ১০টা থেকে দফায় দফায় সংঘর্ষ চলছিল। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে শুরু হয় গুলাগুলি। সংঘর্ষ চলাকালে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর ফের সংঘাতের আশঙ্কায় গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

নিহত ইউপি চেয়ারম্যান কেওলা গ্রামের দেওয়ান মিয়ার চাচাতো ভাই এবং ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় সংঘর্ষে জড়িয়ে পড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্র ও মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

রক্তা গ্রামের পিন্টু সুলতান বলেন, সকাল ১০টার দিকে আমাদের গ্রামের সাইদুল ইসলাম নামের এক কিশোরকে দৌঁড়িয়ে নিয়ে যান কেওলা গ্রামের দেওয়ান মিয়ার লোকেরা। এক পর্যায়ে উভয় গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেওয়ান পক্ষের লোকেরা গুলি ছুড়ে এবং আমাদের গ্রামের ১৫টা দোকান লুট করে নিয়ে যায়।

নিহত ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই কেওলা গ্রামের দেওয়ান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পিন্টু সুলতানের পক্ষের লোক মো: সিরাজুল ইসলাম ছানাকে গুলি করে হত্যা করেছে।

এদিকে সংঘর্ষের ওই ঘটনায় মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আহত ৫৭ জন চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আহমেদ ফয়সল জামান। তিনি বলেন, এদের মধ্যে মোট ৭ জন বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের শরীরে গুলি ও আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

(একে/এএস/আগস্ট ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test