E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জ জেলা আ. লীগের বিক্ষোভ মিছিল

২০২৪ আগস্ট ০৯ ১৬:৪৯:১০
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জ জেলা আ. লীগের বিক্ষোভ মিছিল

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জাতীয় নির্বাচনের মাধ্যমে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। 

আজ শুক্রবার বেলা ১১ টায় গোপালগঞ্জের ব্যাংকপাড়া আওয়ামী কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি কোর্ট মসজিদ, ডিসিঅফিস, কোর্ট প্রেসক্লাব এলাকা হয়ে চৌরঙ্গী গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের অন্তত ৫ হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা এসময়, একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর। একটা একটা বিএনপি ধর, ধরে ধরে জবাই করসহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়।

পরে চৌরঙ্গীতে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এতে জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিনসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

তারা বলেন, আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো।অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করে বলেন সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোন বিধান নেই। সংবিধান লংঘন করে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। এটা অবৈধ।

(টিবি/এসপি/আগস্ট ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test