E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবিলম্বে বাংলাদেশে ফিরবেন, কোন শক্তি তাকে দাবিয়ে রাখতে পারবে না

২০২৪ আগস্ট ০৯ ১৩:৫০:৩২
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবিলম্বে বাংলাদেশে ফিরবেন, কোন শক্তি তাকে দাবিয়ে রাখতে পারবে না

গোপালগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অবিলম্বে বাংলাদেশে ফিরবেন। কোন শক্তি তাকে দাবিয়ে রাখতে পারবে না।  তিনি আমাদের মাঝে থাকবেন। নেতৃত্ব দেবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করে আমরা প্রধানমন্ত্রীর নির্বাচিত করব। তারপর আমরা বাড়ি ফিরে যাব।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীদের কাছে এ সুখবর দেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে আমরা বুধবার (৭ আগস্ট) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে শপথ বাক্য পাঠ করেছিলাম। আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা শপথ অনুষ্ঠান দেখেছেন। তিনি আপনাদের উদ্দেশ্যে বলেছেন, তিনি দেশ ত্যাগ করতে চাননি। তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তারপর তিনি যদি জোর করে ক্ষমতায় থাকতেন, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তার কথা শুনতো। এসএসসের গুলিতে হাজার হাজার প্রাণহানি হতো। নেত্রী বলেছেন তিনি অবিলম্বে বাংলাদেশে আসবেন। কোন শক্তি বঙ্গবন্ধু কন্যাকে দাবিয়ে রাখতে পারবে না। তিনি অচিরেই বাংলার মাটিতে ফিরবেন।

জিএম শাহাব উদ্দিন আজম আরো বলেন, যে সেনাবাহিনী নামানো হয়েছিল। সেই সেনাবাহিনী আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করেছে। আজকের এই আলোচনা সভা থেকে আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বঙ্গমাতার জন্মবার্ষিকীর এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

এতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, আইন বিষয়ক সম্পাদক এড. জুলকদর রহমান, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মিটু, সাংগঠনিক সম্পাদক কাজী মনোয়ার হোসেন মন্টু, শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আমির হামজা প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি হাফিজুর রহমানে পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও তাদের পরিবারে শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন।

প্রার্থনা করা হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য,দীর্ঘায়ু কামনায়।

(এমএস/এএস/আগস্ট ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test