E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভোমরা ইমিগ্রেশনে আওয়ামী লীগের দুই নেতাকর্মী আটক

২০২৪ আগস্ট ০৯ ০০:১৬:৩০
ভোমরা ইমিগ্রেশনে আওয়ামী লীগের দুই নেতাকর্মী আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বরিশাল ও খুলনা আওয়ামী লীগের দুইজন নেতা কর্মীকে বৃহস্পতিবার দুপুরে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরেনিয়াবাদ সাদিক আব্দুল্লার ক্যাশিয়ার হিসেবে পরিচিত নীরব হোসেন ওরফে খোড়া টুটুল এবং খুলনা সিটি মেয়র আব্দুল খালেকের ক্যাশিয়ারখ্যাত আমজাদ হোসেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক জানান, তাদের কাছে তথ্য ছিল, রাজনৈতিক ছত্রছায়ায় থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজি, দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এমন মানুষ ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন। ফলে সীমান্তের তল্লাশি চৌকিতে বিশেষ নজরজ রাখা হচ্ছে।

তিনি আরো বলেন, সকাল ১০টার দিকে বরিশালের নীরব হোসেন ইমিগ্রেশান পার হয়ে ভারতে যাচ্ছিলেন। এ সময় তাকে আটক করা হয়। এ ছাড়া দুপুরে খুলনার মেয়রও আওয়ামী লীগ নেতা তালুকদার খালেকের কালেক্টর হিসেবে পচিতি আমজাদ হোসেনকেও আটক করা হয়।

(আরকে/এসপি/আগস্ট ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test