E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ 

২০২৪ আগস্ট ০৯ ০০:১২:৫০
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে ২ ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ কর্মসূচী করা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যার প্রতি অবিচার করা হয়েছে। এমন অভিযোগ এনে কয়েক হাজার মানুষ সড়ক অবরোধ করেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ওই মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজার এলাকায় এ কর্মসূচী করা হয়।

রাতইল ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের বঙ্গবন্ধু অনুসারী হাজার-হাজার মানুষ মহাসড়কে অবস্থান নেন। পরে টায়ারে আগুন জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ঢাল-সড়কি,লাঠি-সোটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

২ ঘণ্টা ধরে চলা এ কর্মসূচীতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে স্বেচ্ছায় তারা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

মহাসড়ক অবরোধকারীরা শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণা দেন। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরে না আসেন ততদিন পর্যন্ত রাজপথে থেকে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আওয়ামী লীগ নেতা শেখ মকিমুল ইসলাম মকিম বলেন, অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। এছাড়া একটি মহল শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করিয়ে ষড়যন্ত্র করে তাঁকে দেশ ত্যাগে বা্ধ্য করেছে। আমরা এ ঘটনার বিচার চাই। এ জন্য আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা এ কর্মসূচী অব্যাহত রাখব।

(টিবি/এসপি/আগস্ট ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test