E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় পাহারা দেবে বিএনপি জামায়াত নেতারা

২০২৪ আগস্ট ০৭ ২০:৩৩:২৮
সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় পাহারা দেবে বিএনপি জামায়াত নেতারা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : চলমান উত্তেজনামূলক পরিস্থিতিকে শান্ত রাখতে হিন্দু সম্প্রদায়ের নেতাদের নিয়ে জরুরী সভায় বসেন বিএনপি ও জামায়াত ইসলামের নেতারা। ৭ আগষ্ট বুধবার সকাল ১১ টার দিকে কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা আহবান করেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নেতা ড. রফিকুল ইসলাম হিলালী।

সভায় সভাপতিত্ব ও সভাটি সঞ্চালনা করেন তিনি নিজেই। সভায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে কেন্দুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অধ্যাপক দুলাল কান্তি চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র, সহ-সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, সমির কুমার শর্মা, সাধারণ সম্পাদক সজল কুমার সরকার ও ঐক্য পরিষদের সদস্য সচিব সুনীল পোদ্দারসহ অন্যন্যরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।

সমস্যা সমাধানের অঙ্গীকার ব্যাক্ত করে বক্তব্য রাখেন, ড. রফিকুল ইসলাম হিলালী, কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, বিএনপি নেতা হাবিবুর রহমান মোসলেম, শফিকুল ইসলাম শফিক, জামায়াত ইসলামের কেন্দুয়া উপজেলা শাখার আমির মো: সাদেকুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা পরাজিত আওয়ামীলীগ নেতাকর্মীর ঘরবাড়ি দোকানপাঠ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে কোন হামলা ভাংচুর লুটপাট থেকে বিরত থাকার আহবান জানান। প্রয়োজনে তারা মন্দির রক্ষায় কমিটি গঠন করে পাহাড়া দেওয়ার ঘোষণা দেন বিএনপি জামায়াতের নেতারা। এই সিদ্ধান্তের বাইরে যদি কেউ কোন হামলা চালায় তাহলে এর দায় দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে।

(এসবিএস/এএস/আগস্ট ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test