E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ

২০২৪ আগস্ট ০৬ ১৭:৪৩:০৫
কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ

কলাপাড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ করেছে  উপজেলার সাধারণ শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার সকালে কুয়াকাটা পর্যটন মোটেল ইয়ুথ ইনে শান্তি সমাবেশ করা হয়। পরে পর্যটন থেকে শান্তি মিছিল বের করে শহরেরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়।

কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান খান ঈসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এলাকার শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবি সমন্বয়ক শহিদুল ইসলাম সৈকত, রফিকুল ইসলাম, রাকিব হাসান, গোলাম মাহমুদ সবুজ, ববি সমন্বয়ক খায়রুল ইসলাম সোহাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. ইমরান হোসেন, সাত কলেজ সমন্বয়ক জোবায়ের ইসলাম তালহা, মোহাম্মদ মহিম, বিএম কলেজ সমন্বয়ক জিনিয়া কাজীসহ কলাপাড়াস্থ সারাদেশের শিক্ষার্থীদের অনেকে।

অনুষ্ঠানে নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করে দোয়া মোনাজাত করা হয়।

সমাবেশে শিক্ষার্থীরা দেশবাসীকে জ্বালাও পোড়াও বন্ধে জোড় অনুরোধ জানান। তারা জানায়, মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠান আমরা সার্বক্ষণিক পাহাড়া দিবো। এবং কোনো দুষ্কৃতিকারী যদি ছাত্র সমাজের ভাবমূর্তি নষ্ট করার জন্য কোনো প্রকার অপ্রতিরোধ্য ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

(এমকে/এসপি/আগস্ট ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test