E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নারায়ণগঞ্জ থেকে পালিয়ে গেছে ওসমান পরিবার

২০২৪ আগস্ট ০৫ ২২:৪৭:২৭
নারায়ণগঞ্জ থেকে পালিয়ে গেছে ওসমান পরিবার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : শেখ হাসিনার পদত্যাগ ও দেশ পলায়নের খবরে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও বিজয় উল্লাসে মেতে উঠেছে নগরীর ছাত্র জনতা। পাশাপাশি ওসমান পরিবারের সকলের বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায় সাধারণ জনগণ। 

আজ সোমবার দুপুর ২টায় প্রধানমন্ত্রীর পদত্যাগ ঘোষণার পর থেকে এ বিজয় উল্লাসে মেতে উঠে জনতা।

এরপর থেকেই নারায়ণগঞ্জের প্রভাবশালী উসমান পরিবারের সকল সদস্যদের বাসা বাড়ি, অফিসে ভাংচুর ও লুটপাট চালায় সাধারণ জনগণ। এসময় থানা পুকুর পাড়ে হীরা মহল আগুন দেয়, চাষাড়া চত্তরে আমান ভবন, শীতল বাস ও কাউন্টার, রাইফেল ক্লাব, কলেজ রোড এলাকায় অবস্থিত আজমেরী ওসমানের বসত বাড়িতে ও অফিসে ভাঙচুর করে উৎসুক জনতা। গাড়ি থেকে শুরু করে বিছানা পযর্ন্ত ছাড় দেইনি তারা। অয়ন ওসমানের অফিস ভাংচুর করা হয়। জামতলা এলাকায় অবস্থিত এমপি গলিতে শামীম ওসমানের বাড়িতে ভাংচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছে সাধারণ জনগণ।

এসময় সাধারণ জনগণরা বলেন, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। স্বাধীন দেশে স্বাধীন ছিলোনা এদেশের জনগন। ৭১ সালের পর আবার স্বৈরাচারী শাসকের হাত থেকে দেশ আবার স্বাধীন হয়েছে।

তারা আরো বলেন, এই জয় গোটা বাংলাদেশের মানুষের। নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পারিবারের সবাই। স্বাধীন দেশটা যেমন শেখ হাসিনার হাতে বন্দী ছিলো ঠিক তেমনি নারায়ণগঞ্জ জেলাও এই ওসমান পরিবারের হাতে বন্দী ছিলো। আজ সারা দেশ মুক্ত। দেশে ফিরেছে স্বাধীনতা। শেখ মুজিবের কথা হয়তো তারা ভুলে গেছে কিন্তু এদেশের জনগন এখনো সব ভুলে যায় নি। মুজিব বলেছিলেন বাংলার জনগণকে ধমাইয়া রাখতে পারবে না। আজ এ কথাটাই সত্যি হলো। বাংলার মানুষকে কেউ কখনো দমাইয়া রাখতে পারেনাই আর পারবেও না।

(এস/এসপি/আগস্ট ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test