E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

দিনাজপুর রণক্ষেত্র, আহত ৫০

২০২৪ আগস্ট ০৪ ১৮:০৭:৩৮
দিনাজপুর রণক্ষেত্র, আহত ৫০


শাহ্ আলম শাহী, দিনাজপুর : বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনে দিনাজপুর রণক্ষেত্রে পরিনত হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থী-জনতা ও আইন-শৃঙ্খলা বাহিনী ধাওয়া-পাল্টা ধাওয়া,হামলা এবং সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে পুলিশ,সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির বাড়িতে হামলা হয়েছে।

অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে পুলিশ পিকআপ,এম্বুলেন্স, ভ্যান,সাংবাদিকের মোটরসাইকেল, প্রাইভেট মাইক্রো বাস, কার, সাংবাদিকের ৮ টি মোটরসাইকেল।
দুপুর ১২ টার পর থেকে দিনাজপুর শহর রণক্ষেত্রে পরিনত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিক্ষুব্ধ সাধারণ জনতা লাঠিসোটা নিয়ে মাঠে নামে। হাসপাতাল রোডস্থ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির বাড়িতে হামলা চালায়। ইট-পাটকেল নিক্ষেপ ও ভাংচুর করে বাড়ির গেট, জানালা এবং সাইনবোর্ড।অতিরিক্ত পুলিশ এসে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

এ সময় মুন্সিপাড়ার পুলিশের পিকআপ ভ্যান এবং একটি প্রাইভেট মাইক্রো বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারিরা। পরে বিক্ষিপ্ত ছাত্র-জনতা ও পুলিশ-আইন-শৃখংলা বাহিনীর মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ছড়িয়ে পড়ে শহরময়। যেন রণক্ষেত্রে পরিণত হয় শহর।

কতিপয় আন্দোলনকারি দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে নিরাপদে রাখা চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহীর মোটরসাইকেলসহ ৮টি মোটরসাইকেল ভাংচুর করে। এ সমর সাংবাদিক শাহী মোটরসাইকেল রক্ষার জন্য এগিয়ে এসে তার উপরও চড়াও হয় তারা। পরিচিত কয়েকজন এগিয়ে এসে সাংবাদিক শাহীকে রক্ষা করে নিরাপদে পৌঁছে দেয়।

পরে ৫ টি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় কতিপয় আন্দোলনকারিরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

(এসএএস/এএস/আগস্ট ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test