E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

দায়িত্ব পালনকালে জামালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিত

২০২৪ আগস্ট ০৪ ১৬:৩৬:১০
দায়িত্ব পালনকালে জামালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরে আওয়ামী লীগের কোটাবিরোধী মিছিলের ভিডিও ধারণকালে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও ক্যামেরা পার্সনকে লাঞ্ছিত করেছেন টাইগার নামে এক শ্রমিক লীগ নেতা। এ সময় ক্যামেরা ছিনিয়ে নেয়ারও চেষ্টা করেন তিনি। এ ছাড়াও ইসলামপুরে এক সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (৪ আগস্ট) সকালে শহরের মির্জা আজম চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলমগীর হোসেন টাইগার ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা অসহযোগ কর্মসূচি পণ্ড করতে সকাল থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহর জুড়ে অস্ত্রের মহড়া চালায়। এ সময় শহরের মির্জা আজম চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেত হলে সেখানে সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন আবুল কালাম আজাদ ভিডিও ধারণ করতে যান। তখন তার ওপর তেড়ে আসেন ওই শ্রমিক লীগ নেতা। এ নিয়ে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম কথা বলতে গেলে ওই শ্রমিক লীগ নেতা চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে লাঞ্ছিত করেন। এ সময় ওই শ্রমিক লীগ নেতা ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন।

এছাড়াও গতকাল শনিবার আওয়ামী লীগ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ছবি তুলতে গেলে ছাত্রলীগের এক নেতা জামালপুর অনলাইন জার্নালিস্ট নেওয়ার্কের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মুক্তাকে লাঞ্ছিত করেন।

অপরদিকে, জেলার ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করার সময় ছবি তুলতে গেলে সাংবাদিক আরমান সিদ্দিকী পল্লবকে মারধর করে তাঁর মোবাইল ছিনিয়ে নেয়।

এ ঘটনায় তাৎক্ষণিক (আজ দুপুরে) প্রেসক্লাব জামালপুর মিলানায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানি, প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমুম সাব্বির শোভন, কোষাধ্যক্ষ সাগর ফরাজি, মাহমুদুল হাসান মুক্তা প্রমুখ।

এ বিষয়ে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছি। বিষয়টি কোনভাবেই কাম্য নয়। এ ঘটনার সাথে জড়িত সেই নেতার সাংগঠনিক শাস্তির দাবি জানাচ্ছি।'

এ ঘটনায় প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল বলেন, ‘সময় টেলিভিশনের রিপোর্টার, ক্যামেরা পার্সনসহ আমাদের কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে। ছবি তুলতে গেলে ইসলামপুরে সাংবাদিক আরমান সিদ্দিকী পল্লবকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সকল ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, ‘এ বিষয়টি আমি জানি না। কোনো অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।'

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম বলেন, ‘আমি স্থানীয় নেতাদের সাথে কথা বলবো। এ ঘটনার কঠোর ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি।’

(আরআর/এএস/আগস্ট ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test