E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীতে এক বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

২০২৪ আগস্ট ০৩ ২১:৫৬:১৪
রাজবাড়ীতে এক বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া পদমদী গ্রামের বাসিন্দা ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাসের বাড়ীতে দূধর্ষ ডাকাতি সংঠটিত হয়েছে।

শুক্রবার (২ আগষ্ট) দিবাগত রাত ১২টা থেকে দেড়টা পর্যন্ত ৯-১০ জনের একটি সংঘবদ্ধ দল ঘরের দরজা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করে। বাড়ীর সবাইকে বেঁধে ফেলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ দেড় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।

সাংবাদিক সমীর কান্তি বিশ্বাস বলেন, আমি প্রতিদিনের ন্যায় ঘরে ঘুমিয়ে পড়ি। রাত ১২টার দিকে দরজা দিয়ে ৯-১০ জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে। আমাকে হাত,পা ও মুখ বেঁধে ফেলে। পরে আমার স্ত্রী, ছেলে, মেয়ে, ভাগনীসহ অন্যান্যদের বেঁধে একটি ঘরে জিম্মি করে। ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ আনুমানিক দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর পাশের বাড়ীর মোবাইল থেকে জাতীয় পরিসেবা ৯৯৯ এ ফোন দিলে বালিয়াকান্দি থানা পুলিশ আসে।

শনিবার সকালে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ শাহীন, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, সরেজমিন পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এএস/আগস্ট ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test