E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ধামরাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ

২০২৪ আগস্ট ০৩ ২০:৪৩:৩৮
ধামরাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাইয়ে কোটা আন্দোলনের সময় তেমন কোনো আন্দোলনকারীদের দেখা না গেলেও আজ শুক্রবার সকাল এগারোটা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মহা সড়কের মাঝখানে ঢুলিভীটায় দীর্ঘ সময় ধরে (প্রায় চার ঘন্টা) সমাবেশ করেছে। এসময় শিক্ষার্থী ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের শ্লোগান দিয়েছে। আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে ধামরাই ঢুলিভীটা থেকে মহাসড়কের ইসলামপুর বাস স্ট্যান্ড যায়। সেখান থেকে ফিরে এসে ঢুলিভীটায় অবস্থান নেয়।

এসময় পুলিশ ও বিভিন্ন সংস্থার সদস্যরা টহলরত ছিল।

বেলা পৌনে দুইটার দিকে আন্দোলন রত বিক্ষোভকারী শিক্ষার্থীরা ঢুলিভীটা থেকে সড়কের পশ্চিম দিকে গিয়ে অবস্থান শেষ করেন। এ আন্দোলন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ শোনা যায়নি। বিক্ষোভ ও পথ সমাবেশস্থল মধ্য সড়কের উভয় পাশ দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে। কখনো কখনো সড়কে যানজটেরও সৃষ্টি হয়েছে।

(ডিসিপি/এএস/আগস্ট ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test