E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

উত্তপ্ত টাঙ্গাইলে জনসমুদ্র, মহাসড়ক অবরোধ 

২০২৪ আগস্ট ০৩ ১৮:০৭:১৫
উত্তপ্ত টাঙ্গাইলে জনসমুদ্র, মহাসড়ক অবরোধ 

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল জনসমুদ্রে রূপ নিয়েছে। আজ শনিবার বেলা ১১টায় টাঙ্গাইল প্রেস ক্লাব চত্বর ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে সমবেত হন হাজার হাজার শিক্ষার্থী। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। এসময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

প্রেস ক্লাব চত্বরে শিক্ষার্থী হত্যাকারীদের বিচার দাবি করে বক্তব্য রাখেন মিছিলের সমন্বয়করা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নিরালা মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাব চত্বরে জমায়েত হন। মিছিলে কয়েক হাজার ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। পরে অসহযোগ আন্দোলন সফল করতে প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

মিছিলে আসা এক অভিভাবক বলেন, সন্তানদের যৌক্তিক দাবি পূরণে আমিসহ অনেক অভিভাবক এসেছেন এই মিছিলে। শিক্ষার্থীদের আন্দোলনে আমরাও আছি। আর নীরব হয়ে থাকার সময় নেই।

অপর অভিভাবক বলেন, সন্তানদের দাবি যৌক্তিক মনে হয়েছে তাই তাদের সাথে আছি। রাজপথে এতো জনতা ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। যারা দেশ চালাবে ভবিষ্যতে তারা তাদের দেশ গুছিয়ে নিক। এখন দেশ সংস্কারের কাজ চলমান আছে। দেশটা সংস্কার অতীব জরুরি বলে মনে করছি।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন বলেন, পুলিশ নিরাপত্তা দিতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(এসএম/এসপি/আগস্ট ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test