E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপ্তাইয়ের ইউএনও মোঃ মহিউদ্দিনের সফলতার এক বছর

২০২৪ আগস্ট ০৩ ১৩:৪০:৪৪
কাপ্তাইয়ের ইউএনও মোঃ মহিউদ্দিনের সফলতার এক বছর

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা  নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সাথে এক বছর পূর্ণ করেছেন মোঃমহিউদ্দিন।

একই সাথে তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে সহজেই কাপ্তাই উপজেলার সকল মানুষের কাছে একজন প্রিয় মানুষ হয়ে ওঠেন ।

তিনি ৩৫ তম ব্যাচে বিসিএস ক্যাডার (প্রশাসন) লাভ করেন।

তার সততা, কর্মদক্ষতা, পরিশ্রম দিয়ে কাপ্তাই উপজেলা সর্বশ্রেণী জনগণের মন জয় করে নিয়েছেন। সরকারি একজন আমলা হিসেবে তিনি সদা হাস্যজ্বল এবং সাদামনের মানুুষ।

ভুমিহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে ঘর নির্মাণ কাজে সফল ভাবে বাস্তবায়ন করছেন । যার প্রমাণ মিলে উপজেলার পাহাড়ি সম্প্রদায়ের মাচাং ঘরের আদলে তৈরী ঘর।

গত ২০২৩ সালের ৩ আগস্ট কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হিসেবে অত্র উপজেলায় যোগদান করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপজেলায় যোগদান করেন তিনি।

তিনি জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন গুলো সফলতার সাথে কার্যক্রম শেষ করেন। অত্যন্ত সুদক্ষ প্রশাসনিক সমন্বয়, বিচক্ষণতার সাথে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করার প্রশংসা রয়েছে তার।

আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করছেন। ত্রাণ কার্যক্রম তদারকি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, সমাজসেবা বিভাগ, মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে নারী-শিশু নির্যাতন প্রতিরোধ ও উন্নয়ন, আশ্রয়ণ প্রকল্পসহ সরকারের সেবামূলক বিষয়গুলো নিবিড় তদারকি করছেন সমাজের মানুষের প্রেরণাদানকারী এই ইউএনও মোঃ মহিউদ্দিন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন বলেন, উপজেলায় যোগদানের পর থেকে প্রতিনিয়ত চেষ্টা করছি উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করার। সেই সাথে প্রধানমন্ত্রীর নির্দেশে এবং ডিসির দিকনির্দেশনায় আমি চেষ্টা করেছি সরকারের সকল কর্মকাণ্ড সুন্দরভাবে পালন করার। একই সাথে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার।

(আরএম/এএস/আগস্ট ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test