E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে

২০২৪ জুলাই ২৭ ১৭:২৬:২৫
ভাঙ্গায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে

মিরান মাতুব্বর, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। এছাড়াও এই জমির উপর বিজ্ঞ আদালতের দেওয়া নিষেধাজ্ঞা সম্বলিত সাইনবোর্ড তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এই ঘটনায় ভুক্তভোগী অসহায় আক্কাছ মাতুব্বর ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার ঘারুয়া ইউনিয়নের মুজুরিকান্দা এলাকায় আক্কাছ মাতুব্বর এর সাথে লিটন মাতুব্বর ও চান মিয়া মাতুব্বরের সাথে দীর্ঘদিন যাবত জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। ভাঙ্গা থানার ৬১ নং বিবিরকান্দী মৌজার এস.এ খতিয়ান ও দাগ নং ১৬৬৫ ও বিএস খতিয়ান ৬৯৪ এর দাগ নং ২০২২ এর ৩৬ শতাংশ জমির মধ্য সাফ কবলা দলিল মূলে ক্রয়কৃত জমির মালিক আক্কাছ মাতুব্বর। আক্কাছ মাতুব্বর দীর্ঘদিন ভোগদখলে থাকার পর এই জমিতে বালু ভরাট করেন বাড়ি উত্তোলনের জন্য। কিন্ত এই সম্পত্তি অবৈধ ভাবে অনাধিকার প্রবেশ করে লিটন মাতুব্বর ও চান মিয়া মাতুব্বর গং। এরপরে আক্কাছ মাতুব্বর বাদী হয়ে ভাঙ্গা বিজ্ঞ সিনিয়র জজ আদালতে একটি মামলা দায়ের করেন যার মামলা নং ৫০৯/২৩। এরপরে আসামীরা উক্ত জায়গায় জোরপূর্বক অবৈধভাবে দখলে যাওয়ার চেষ্টা করলে আক্কাছ মাতুব্বর আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত এই জমিতি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড স্থাপন করে। কিন্তু লিটন মাতুব্বর ও চান মিয়া মাতুব্বর গং ক্ষিপ্ত হয়ে ১৬ জুলাই আসামিরা সাইনবোর্ড খুলে নিয়ে যায়। পরবর্তীতে আক্কাছ মাতুব্বর কে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন।

এই বিষয়ে আক্কাছ মাতুব্বর জানান, এই জমিটি আমারা দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছি। হঠাৎই লিটন মাতুব্বর ও চান মিয়া মাতুব্বর গং জানায় এইখানে আমাদের কোন জমি নেই এই ৩৬ শতাংশ তাদের জমি। পরবর্তীতে আমরা কাগজপত্র দলিল উত্তোলন করে দেখি জমি আমাদের। এরা জোরপূর্বক অবৈধ ভাবে আমাদের নিকট থেকে জমি দখলের পায়তারা করছে। পরবর্তীতে আমরা ভাঙ্গা দেওয়ানী আদালতে একটি মামলা দায়ের করি। এরপর আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদলত জমিতে নিষেধাজ্ঞা সম্বলিত সাইনবোর্ড স্থাপন করে। কিন্ত গত ১৭ জুলাই লিটন মাতুব্বর ও চান মিয়া মাতুব্বরের হুকুম এই সাইনবোর্ড উঠিয়ে নিয়ে যায়। আমরা বাধা দিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেয়। আমরা এখন চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।

এই বিষয়ে চান মিয়া মাতুব্বর জানান, তারা কোন সাইনবোর্ড তুলে নেয় নি। এই জমি তাদের তারা দখলে আছে। হয়রানি করার জন্য আক্কাছ মামলা করছে।

(এমএম/এসপি/জুলাই ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test