E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে ইউপি সদস্যসহ ২ সহোদর কারাগারে

২০২৪ জুলাই ২৬ ১৯:৫৭:১২
রাজবাড়ীতে ইউপি সদস্যসহ ২ সহোদর কারাগারে

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত আদালতের জারীকারক মহিউদ্দিনকে হত্যার চেষ্টা মামলায় আদালতে হাজিরা দিতে এসে ইউপি সদস্যসহ ২ সহোদরকে কারাগারে পাঠিয়েছে। কারাগারে পাঠানো হয়েছে, রাজবাড়ী সদর উপজেলার নিমতলা গ্রামের মৃত হোসেন সরদারের ছেলে শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহবুব হোসেন লিটন (৪৫) ও আপন তার ভাই মোঃ নুরুল ইসলাম।

গত বুধবার (২৪ জুলাই) রাজবাড়ী ১ নং আমলী আদালতের বিচারক তাদেরকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী রাজবাড়ী সদর উপজেলার নিমতলা গ্রামের মৃত হাবিবুর রহমান সরদারের ছেলে ও রাজবাড়ী আদালতের অবসরপ্রাপ্ত জারীকারক মোঃ মহিউদ্দিন আহমেদ বলেন, গত ২৭ মে বিকাল সাড়ে ৪ টার দিকে লিটন মেম্বার, তার ছেলে মায়ান ও ভাই নুরুল ইসলাম পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড ও হাতুরী নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে বাম হাতের কেনি আঙ্গুল ভেঙে যায় এবং ঘাড় ও পিঠে অংশে রক্ত জমাট বেঁধে যায়। এ সময় বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং আলমারীতে থাকা নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আশেপাশের লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে গত ৩০ মে রাজবাড়ী আদালতে ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

তিনি আরও বলেন, এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে এসে ঘুরে বেড়ান। সময় মতো হাজিরা না দিয়ে গত বুধবার (২৪ জুলাই) আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন। পরে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আইনজীবি এ্যাড. মোঃ সোহাগুর রহমান জুয়েল বলেন, হাইকোর্টের আদেশ অবমাননা করায় বিচারক ইউপি সদস্য ও তার ভাইকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

(একে/এএস/জুলাই ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test