E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৬ দিনেও সন্ধান পাওয়া যায়নি শিবচরের পদ্মায় স্পিডবোট উল্টে নিখোঁজ নৌপুলিশ সদস্যের

২০২৪ জুলাই ২৫ ২০:১৮:১০
৬ দিনেও সন্ধান পাওয়া যায়নি শিবচরের পদ্মায় স্পিডবোট উল্টে নিখোঁজ নৌপুলিশ সদস্যের

মাদারীপুর প্রতিনিধি : নিখোঁজের ৬ দিন হলেও এখনও সন্ধান পাওয়া যায়নি মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে স্পিডবোট উল্টে নৌপুলিশ সদস্য মেজবা উদ্দিন (৫৫)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোজ মেজবা উদ্দিন মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত নৌপুলিশ ফাঁড়িতে সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বাড়ি বরিশালের ঝালকাঠি জেলায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুলাই) বিকেলে ট্রলারযোগে শিবচরের কাঁঠালবাড়ি থেকে মাওয়ায় পদ্মা নদী পারাপার হচ্ছে মানুষ, এমন খবর পান নৌপুলিশ। খবর পেয়ে শিবচরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, সহকারি উপ-পরিদর্শক সুমন মিয়া, কনস্টেবল আতাউর রহমান, নূরে আলম, মাইনুল হোসেন ও মেজবা উদ্দিন এর সমন্বয়ে একটি দল স্পিডবোট নিয়ে পদ্মা নদীতে টহলে যান। হঠাৎ পদ্মার ঢেউয়ে স্পিডবোটটি উল্টে যায়। এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় মেজবা উদ্দিন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নিখোঁজ পুলিশ সদস্যের খোঁজ পাওয়া যায়নি।

শিবচর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, জেলাজুড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থাকায় নিখোঁজ নৌপুলিশের সদস্যকে উদ্ধারে অনেকটাই বেগ পেতে হয়েছে। তবুও নৌপুলিশের সহযোগিতায় চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

শিবচরের চরজানাজাত নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই পদ্মানদীর বিভিন্ন স্থানে খোঁজ করে মেজবা উদ্দিনের সন্ধান মেলেনি। আমাদের চেষ্টা চলছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার বলেন, পদ্মা নদীতে ডিউটি চলাকালে নিখোঁজ নৌপুলিশের সদস্যের এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। সঙ্গে থাকা বাকিরা সুস্থ্য আছেন। তবে তার উদ্ধারের ব্যাপারে কাজ চলমান আছে।

(এএসএ/এএস/জুলাই ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test