E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে

২০২৪ জুলাই ২৫ ২০:১৪:৫৩
মাদারীপুরে জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের জনমন স্বস্তি ফিরতে শুরু করেছে। জনশূণ্য সড়কগুলোতে এখন জনগণের আসা-যাওয়া দেখা যাচ্ছে। এছাড়াও বৃহস্পতিবার ১২ ঘন্টা কারফিউ শিথিল করেছে প্রশাসন। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে রবিবার ভোররাত পর্যন্ত দুর্বৃত্তদের বিভিন্ন সহিংসতার ঘটনায় সাধারণ মানুষজনের মধ্যে ভয় ও আতংক কাজ করছে। তবে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে সাধারণ মানুষজনের মধ্যে কিছুটা ভয় ও আতংক কাটিয়ে উঠতে দেখা যায়। ফলে জনজীবন অনেকটাই স্বাভাবিক দেখা গেছে।

মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের সহিংসতায় সরকারি-বেসরকারি স্থাপনা ভাংচুরের পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এতে ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। ফলে পরিস্থিতি স্বাভাবিক আনতে ও জনগণের জানমাল রক্ষায় কারফিউ জারির সিদ্ধান্ত নেয় সরকার। এরই অংশ হিসেবে মাদারীপুরে শনিবার থেকে শুরু হয় কারফিউ। পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় বৃহস্পতিবার কারফিউতে শিথিল আনা হয়।

শহরের সৈয়দারবালী এলাকার রিকসা চালক মো. কালাম বলেন, এই ধরণের ঘটনা মাদারীপুরে আগে দেখিনি। রিকসা নিয়ে ঘর থেকে বের হতে ভয় লেগেছে। এখন কিছুটা ভয় কমেছে। তাই রিকসা নিয়ে বের হয়েছি।

স্থানীয় ব্যবসায়ি শফিক হোসেন, নাইম হোসেন, শিশির বলেন, আমরা কয়দিন খুব ভয়ে ভয়ে ছিলাম। কখন আবার কোন ঘটনা ঘটে। আসলে মাদারীপুরে এমন ঘটনা আগে কখনও দেখিনি। বর্তমানে পরিবেশ শান্ত থাকায়, আমাদের ভয়ও কিছুটা কমেছে।

মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে তল্লাসি চৌকি বসানো হয়েছে। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যদের টহল বাড়ানো হয়েছে।

(এএসএ/এএস/জুলাই ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test