E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কারফিউ শিথিল থাকায় ফরিদপুরে সড়কে বেড়েছে যানবাহনের চাপ

২০২৪ জুলাই ২৫ ১৫:২৩:৩৪
কারফিউ শিথিল থাকায় ফরিদপুরে সড়কে বেড়েছে যানবাহনের চাপ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : কারফিউ শিথিল থাকায় ফরিদপুর শহরে বেড়েছে যানবাহনের চাপ। খুলে গেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংকেও লেনদেন হচ্ছে আগের মতই। ফলে স্বাভাবিক হতে শুরু করেছে জীবন যাত্রা।

বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে শহরের বিভিন্ন স্থানের দোকানপাট খুলে গেছে। যথারীতি রিকশা অটোরিকশা মোটরসাইকেল পিক-আপসহ বিভিন্ন যানবাহন চলাফেরা করছে। এছাড়া ‌ বাজারেও বেশিরভাগ দোকান খুলে গেছে। ফরিদপুর তিতুমীর মার্কেটের ব্যবসায়ীরা জানান গত কয়েকদিন কারফিউ এর কারণে তাদের ব্যবসার বেশ ক্ষতি হয়েছে, প্রথম কয়েকদিন মাত্র দুই/তিন ঘন্টার জন্য দোকান খুলতে হয়েছে তাদের তবে গত দুদিন সকাল থেকে প্রায় পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করার কারণে তাদের ব্যবসা মোটামুটি ভাল হচ্ছে।

তারা বলেন, গত কয়েকদিন কারফিউ চলাকালে শহরে জনসাধারণের চলাচল কমে গিয়েছিল। তবে গত দুইদিন তারা বেচাকেনা করতে পারছেন । ব্যবসায়ীরা আশা করছেন পুরোপুরি স্বাভাবিক অবস্থা বিরাজ করলে তারা তাদের ব্যবসা ভালো মতো করতে পারবেন। এছাড়া কারফিউ শিথিল হওয়ার কারণে শহরের বিভিন্ন স্থানে রিকশা অটোরিকশা মোটরবাইক প্রাইভেট কার মাইক্রোবাস-সহ বিভিন্ন যানবাহন চলাচল করতে পারছে। শহরের বাস টার্মিনাল থেকেও বিভিন্ন রুটে দূরপাল্লার বাস ও লোকাল গাড়ি চলাচল করতে দেখা গেছে। শহরে জন সমাগম বাড়ছে। ইতোমধ্যে শহরের বিভিন্ন মার্কেট ফুটপাতের দোকান ও ছোট-বড় শপিংমলগুলো খুলে গেছে সেখানেও মোটামুটি বেচাকেনা হচ্ছে বলে দোকানিরা জানান। বলা চলে স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে এখন ফরিদপুর শহরে।

(আরআর/এএস/জুলাই ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test