E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে ১১ মামলায় আসামি ১৫ শতাধিক, বিএনপি নেতাসহ আটক ২৫

২০২৪ জুলাই ২৫ ১৫:০৬:৫৫
জামালপুরে ১১ মামলায় আসামি ১৫ শতাধিক, বিএনপি নেতাসহ আটক ২৫

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে দায়ের হওয়া ১১টি মামলায় ১৫ শতাধিক আসামির মধ্যে বিএনপি নেতাসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গত ১৯ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত জেলার থানাগুলোতে এসব মামলা দায়ের হয়। এরমধ্যে সদর থানায় দায়ের হওয়া ৪টি মামলায় পুলিশ ১৬ জন আটক করেছে। আটক হওয়া বাকি ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে প্রধান করে দুটি মামলা দায়ের হয়েছে।

আটককৃত ২৫ জনের মধ্যে শহর বিএনপির সহ-সম্পাদক মনির হোসেন ওরফে ফকির (৪৪), শহর তাঁতী দলের সদস্যসচিব ফরাস উদ্দিন লিটন (৪৭), যুবদলকর্মী রাসেল (৩৮), ছাত্রদল নেতা হাসিদুর রহমান (২৫) রয়েছেন।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, 'কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়েছিল বিএনপি। জামালপুরে নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে কোন বিশৃঙ্খলা ঘটেনি। সরকার পরিকল্পিতভাবে সহস্রাধিক বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে আটক করে এই দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে। কোটা সংস্কার আন্দোলনকে হাতিয়ার বানিয়ে বিএনপির ওপর দমন-পীড়ন চালাচ্ছে সরকার।'

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, জেলার নানা স্থানে দুষ্কৃতকারীদের হামলা ও পুলিশ আহতের ঘটনায় এখন পর্যন্ত ৪টি মামলায় ১৬ জনকে আটক করা হয়েছে।

(আরআর/এএস/জুলাই ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test