E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ২০, আটক ৪

২০২৪ জুলাই ১৮ ১৯:১৬:৫৩
জামালপুরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ২০, আটক ৪

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে কোটা সংস্কার আন্দোলনে আইন প্রণয়ণের এক দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়েছে পুলিশ। এতে পুলিশ ও শিক্ষার্থীসহ আহত হয়েছে অন্তত ২০ জন। ঘটনাস্থল থেকে পুলিশ আন্দোলনে অংশ নেওয়া ৪ শিক্ষার্থীকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) শহরের গেইটপাড় এলাকায় দুপুর থেকে চলা শিক্ষার্থীদের কোটা আন্দোলনে ঘটে এসব ঘটনা।

জানা গেছে, বেলা ১১টার দিকে শহরের রেলগেইটপাড় এলাকায় জড়ো হন কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। এ সময় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বেলা ১২ টার দিকে শিক্ষার্থীরা লাল নিশান হাতে নিয়ে রেলপথ অবরোধ করেন। এ সময় আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেন। আন্দোলনকে ঘিরে পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ অন্যান্য সদস্যরা ছিল সতর্ক অবস্থায়।

দুপুর ২টার দিকে জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাইলে তারা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ লেগে যায়। একপর্যায়ে টিয়ারগ্যাসসহ ফাঁকা গুলি ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দীর্ঘসময় চলে পুলিশ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় ৭ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ৪ শিক্ষার্থীকে।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পুলিশ নিরাপত্তার স্বার্থে ভূমিকা রেখেছিলেন। বেলা ২ টার দিকে পুলিশ সুপার আন্দোলনকারীদের সাথে কথা বলার জন্য এসেছিলেন। কিন্তু তারা স্যারের সাথে কথা না বলে তার ওপর হামলা করেন। এসময় আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় আন্দোলনকারী ৪ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

(আরএম/এএস/জুলাই ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test