E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিদ্যালয়ে পাঠদানের সময় বসে তাসের আসর, প্রধান শিক্ষককে শোকজ   

২০২৪ জুলাই ১৮ ১৮:০৯:৪৩
বিদ্যালয়ে পাঠদানের সময় বসে তাসের আসর, প্রধান শিক্ষককে শোকজ   

গোপালগঞ্জ প্রতিনিধি : ফ্লাট সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় ভবনটি দ্বিতলা বিশিষ্ট । ভবনের নীচতলা একেবারেই ফাঁকা পড়ে থাকে । এই ফ্লোরটি ব্যবহৃত হয় না। ভবনের দ্বিতীয়তলার শ্রেণিকক্ষে চলে পাঠদান। স্কুল চলা কালে নিচতলা বসে তাসের আসর। এলাকাবাসীর অভিযোগ প্রধান শিক্ষক বিদ্যালয়ে থাকেন না। অধিকাংশ সময় উপজেলা সদরে অবস্থান করেন। এ সুযোগ স্থানীয় একটি মহল এখানে তাসের আসর বসাচ্ছে। শিক্ষকরা জানিয়েছেন, মৌখিকভাবে তাসের আসর বসাতে নিষেধ করলেও তারা শোনেনা ।

এভাবে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ৫৪ নং লেবুতলা সড়াবাড়ি আলোর পরশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত কয়েক মাস ধরে আহরহ বসছে তাসের আসর । বিষয়টি জানজানির পর টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসে তোলপাড়া সৃষ্টি হয়।

এ ঘটনায় মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল কুমার বিশ্বাসকে কৈফিয়ত তলব করেছে (শোকজ) টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানিয়েছেন, লেবুতলা সড়াবাড়ি আলোর পরশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল কুমার বিশ্বাস অধিকাংশ সময় বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। বিদ্যালয়ে অনুপস্থিত থেকে তিনি ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকেন। উপজেলা সদরে সময় কাটান। এই সুযোগে প্রতিদিনই বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয় ভবনের নিচে তাসের আসর বসায় বিভিন্ন বয়সের মানুষ । আসরে তাস খেলার সময় উচ্চস্বরে কথা বলা হয়। এ কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়। তাই তাসের আসর বন্ধ করে শিক্ষার পরিবেশ ফেরাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সরেজমিনে ১৬ জুলাই সকালে বিদ্যালয়ে গিয়ে স্থানীয়দের অভিযোগের সত্যতা মিলেছে। সাংবাদিকরা ক্যামেরায় ছবি ও ভিডিও করা শুরু করলে তাসের আসরে অংশ গ্রহনকারীরা পালিয়ে যায়। তখন প্রধান শিক্ষককে বিদ্যালয়ে পাওয়া যায়নি।
তবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিনেশ চন্দ্র বৈরাগী বলেন, আমরা তাদের তাসের আসর বসাতে অনেকবার নিষেধ করেছি। কিন্তু তারা শোনে না। আর প্রধান শিক্ষকের দাপ্তরিক কাজ থাকায় তিনি প্রথম ক্লাস শেষে চলে গেছেন। এ ব্যাপারে কোথাও কোন অভিযোগ করেছেন কি না ? এমন প্রশ্নের ওই শিক্ষক কোন জবাব দেন নি।

টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কৈফিয়ৎ তলব করা হয়েছে। আগামী ৩ কার্য দিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। তিনি জবাব না দলে তার জবাব নেই ধরে, একতরফা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক বলেন, গণমাধ্যম কর্মী, এলাকাবাসীর মৌখিক অভিযোগ এবং তাস খেলার ভিডিও, ছবি দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কৈফিয়ত তলব করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান শিক্ষক সুবল কুমার বিশ্বাস বলেন, স্কুলে দীর্ঘদিন ধরে তাসের আসর বসে না। মঙ্গলবার সাংবাদিকরা ফোন করে তাসের আসরে বিষয়টি আমাকে জানায়। গত ১ মাস ধরে আমি লিডারশীপ ট্রেনিং সহ বিভিন্ন ট্রেনিংএ অংশ নেই । এ কারণে গত ১ মাস আমি স্কুলে যাই নি । তবে এখনো শোকাজের চিঠি পাই নি। চিঠি পেলে জাবাব দেব।

(এমএস/এএস/জুলাই ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test